
দেলোয়ার হোসেন সোহেল
গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া প্রার্থী বেলাল উদ্দিন সোহেলের সময় পার হচ্ছে জনগণের অবিরাম ভালোবাসায়।
উপজেলার ৯ টি ইউপি ও ২ টি পৌরসভার জনসাধারণের বুকের মাঝে ভালোভাবে নিজের নাম গেথে দিয়েছেন বেলাল উদ্দিন সোহেল তা বিজয়ী উল্লাসের মধ্যদিয়ে জানান দিচ্ছে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ রা।
গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউপি ও ওয়ার্ডের জনসাধারণ এবার উন্নয়নের আশার মুখ দেখবে বলে জানিয়ে তারা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে গত ৫ টি বছর যে দায়িত্ব পালন করেছে জাহাঙ্গীর আলম তা জনগণ দেখেছে ও তার জবাবও দিয়েছে ভোটের মাধ্যমে এক জন উপজেলা পরিষদের চেয়ারম্যান যে উন্নয়ন করতে পারে তা যানা নাই উপজেলা বাসীর। তবে জনগণ এবার আশা করছে গোদাগাড়ী উপজেলা পরিষদ থেকে উন্নয়ন হবে উন্নয়নের সুফল জনগণ পাবে।
এদিকে গোদাগাড়ী বাসীর আশার আলো নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বিজয়ের পর থেকেই চলমান প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার মানুষদের ডাকে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ ও বিজয়ী উল্লাস জনগণের সাথে ভাগাভাগি করে নিচ্ছে।
গত ৮ মে গোদাগাড়ী উপজেলা নির্বাচন একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন করাই উপজেলা বাসীর কাছে রীতিমতো প্রশংসায় ভাসছেন নির্বাচনী সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
এদিকে চলতি মাসের ১৪ মে মঙ্গলবার বিকেলে কাঁকন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আপামর জনতা নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলকে সংবর্ধনা জানান শুধু তাই নয় উপজেলার দূরদূরান্ত থেকে চেয়ারম্যান বেলালের নিজ কার্যালয় (অফিস) রাজাবাড়ি হাটে প্রতিদিনই ফুলের তোড়া ও ফুলের মালা নিয়ে শত শত দোয়াত কলমের সমর্থকরা সংবর্ধনা দিতে আসছেন।