
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারেও গত ২১মে মঙ্গলবার ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ২য় ধাপের এই নির্বাচনে কোথও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাপাহার উপজেলার ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ সুন্দর ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচন করেছিলেন।
ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (২১ মে) রাত ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জানান, আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব শাহজাহান হোসেন আনারস প্রতিক নিয়ে বেসরকারী ভাবে ৪০হাজার ২২৭ ভোট পেয়ে পুনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামশুল আলম শাহ্ চৌধুরী মটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩৪ হাজার ৭২২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিক নিয়ে আলহাজ নইমুদ্দীন ৪২হাজার ২১ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুর রশিদ তালা প্রতিক পেয়েছেন ২০হাজার ৮৭ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকে মোসা: ফাইমা খাতুন ৪০হাজার ৯৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোসা: সুমাইয়া আকতার (তুলি) ফুটবল প্রতীক পেয়েছেন ১৭হাজার ৯৯৩ ভোট।