
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৭হাজার ৭শত ৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার বাছির খান আনারস প্রতীকের ২৫ হাজার ৪শত৫৩ ভোট, এড. রেজাউল করিম দোয়াত কলম ১৬ হাজার ৫ শত ৫৪ ভোট, তারেক হায়দার টেলিফোন ১৮ হাজার ৬৬ ভোট। চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন মাইক প্রতীকের মোহাম্মদ জসিম উদ্দিন তিনি ৪৯হাজার ৯৫ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলাউদ্দিন উড়োজাহাজ ২০ হাজার ৪০ ভোট, মোঃ মেজবাউল হক খান চৌধুরী আসিফ ২০ হাজার ৫ শত ৫২ ভোট, মোঃ রকিবুল ইসলাম লিটন তালুকদার পেয়েছেন ৪ হাজার ২ শত ৬৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ফুটবল প্রতীকের প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোসাঃ লাভলী আক্তার ৫৪ হাজার৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের প্রার্থী পান্না আক্তার পেয়েছেন ৩৯হাজার ৮শত ৭৮ ভোট।
এ উপজেলায় ৯ টি ইউনিয়নে ১২১ টি কেন্দ্রে ২৫৭০৬৬ ভোটার।পুরুষ ভোটার ১৩৩৩৫৬ জন, মহিলা ভোটার ১২৩৭১০জন।
প্রদত্ত ভোটের শতকরা হার ৩৯.৬৫%।