
নিজস্ব প্রতিবেদক
অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমান গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে পিকআপসহ গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১। মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক (ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন দেশি/ বিদেশী মদ, বিয়ার) উদ্ধার করে। র্যাব সবসময় এধরণের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ জুন ২০২৪ তারিখ আনুমানিক ০১.২০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান কুমিল্লা হয়ে গাজীপুর জেলার দক্ষিণখান এলাকার দিকে যাচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিণখান সাকিনস্থ মাইওয়ান রেলগেইটের পূর্বপাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ জহুরুল ইসলাম(৩৮) পিতা- মৃত আঃ মান্নান, থানা- কোতয়ালী, জেলা-কুমিল্লা এবং ২) মোহাম্মদ মামুন(৩৯) পিতা-মৃত নুরুল ইসলাম, থানা- কুমিল্লা সদর দক্ষিন, জেলা-কুমিল্লাদ্বয়’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৩৮ কেজি গাঁজা. ০১টি পিকআপ, ০২টি মোবাইল ফোন এবং নগদ ৩১৯০/-টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। আসামীগণ বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।