
মোঃ সোহাগ নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী
ঘূর্নিঝড় রিমালের কারনে স্থগিত ৯ জুন রবিবার অনুষ্ঠিত ভোটে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের হেভিওয়েট তিন নেতাকে হারিয়ে বিজয়ী হলেন সাবেক ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব।
৯ জুন রবিবার অুনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারন নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী মোঃ রেজাউল করিম সোয়েব। তিনি ভোট পেয়েছেন ৩২,৬২৭। তার নিকটম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।
এছাড়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার পেয়েছেন ১৯,৫২১ ভোট ও অপর প্রতিদ্বন্দী কাপ- পিরিচ মার্কার প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ পেয়েছেন ১৯,২৬৭ ভোট।
এ নির্বাচনে ২,৯৫,১৪৬ ভোটারের মধ্যে ৯৬,৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এ প্রদত্ত ভোটের মধ্যে ২৮৭২ টি ভোট বাতিল হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ স্বাক্ষরিত রিপোর্টে জানাগেছে
সব শেষে তার কথা না বললেই চলে সে আসলেই ভাল মানুষ জননন্দিত কাঙ্গালী একটা মানুষ ভালোবাসে ও ছোট বড় হিন্দু মুসলিম সবাই তাকে আন্তরিকভাবে ভালবাসে তার কোন তুলনা হয় না সে যে একটা ভাল মানুষ তাই ৯ তারিখ রেজাল্টের পরে বিজয় হয়েছে সেই কথা শুনে হাজার হাজার জননন্দিত মানুষ তার হৃদয় ভালোবাসা নেওয়ার জন্য ছুটে চলে আসছে পটুয়াখালীতে বিজয় পরে দেখা গেছে তার ভালোবাসার টানে হাজার হাজার কর্মীরা ছুটে আসছে রং ছিটিতে ছিঁটেতে মিছিল করে আসতে শুধু ঘোড়ার ঘোড়া বলতে বলতে তার এই জড়িয়ে ধরে কান্না আর আনন্দ পটুয়াখালীতে ঝড়ে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত শুধু আনন্দ আর আনন্দ সবাইকে নিয়ে খালি ঘোড়ার ড্যান্স আর ড্যান্স ভাইয়ের কর্মীরা তাকে কত ভালবাসে কালকে বোঝা গেছে পটুয়াখালীতে।