
শাহজাদপুর প্রতিনিধিঃ
শনিবার সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনয়নের কাকলিয়ামারি গ্রামে রিক্সার অটো ভ্যান চার্জ দেয়ার সময় হুকুম আলীর ছেলে রমজান আলী (৫২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এদিন সকালে তার ঘরে অটোভ্যান চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এসময় তাকে স্থানীয় পোতাজিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকে ছায়া নেমে পড়ে। পরিবারে ঈদ আনন্দ যেন শোক সাগরে পরিণত হল।