
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার বাংলাদেশ মুজাহিদ কমিটি হিজলা থানার সম্মানিত ছদর, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা থানার সাবেক সভাপতি, হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের তুলাতলা মৌলভীরহাট জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক হামিদী দা: বা: হযরত গত ১১জুন মঙ্গলবার ভোর ৫ টার সময় বাংলাদেশ ত্যাগ করে হজের উদ্দেশ্যে মক্কা শরীফে অবস্থান করেন সেখানে তিনি হজ পালন শেষে যথাযথ সময়ে নিজ কক্ষে অবস্থান করেন৷
গতকাল ২০জুন রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় ঘুমন্ত অবস্থায় পবিত্র মক্কা শরীফে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন। তিনি রেখে যাওয়া বাংলাদেশের অবস্থানরত ২ ছেলে ১ মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনে গুণাম্বিত রেখে যান। পরিবারের পক্ষ থেকে জানা যায় তার লাশ মক্কায় দাফন করা হবে।
এই মৃত্যুতে হিজলা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে বিভিন্ন মাদ্রাসা গুলো আলেম-ওলামারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল মসজিদে বাদ জুমা দোয়া মোনাজাত করেন, আল্লাহ তায়ালা এই দ্বীনের দায়ী’কে জান্নাতের উঁচু মাকাম দান করুন, তার পরিবারের সকলকে ছবরে জামিল এখতিয়ার করার তাওফীক দান করুন, আমীন।