
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুরী গ্রামের নিবাসী উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক তালুকদার (৭৫) শনিবার ২২ জুন সকালে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে, তিন ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন দেখে গেছেন। বিকালে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজের আগে রাষ্ট্রপক্ষ গার্ড অফ অনার দেওয়া হয়।
এসময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির সহ পুলিশের একটি চৌকস দল। পরে জানাজার নামাজের পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।