
হিজলা প্রতিনিধিঃ
বরিশাল জেলার হিজলা উপজেলা হিজলা গৌরবদী ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড মান্দ্রাতর কুশুরিয়া গ্রামে ৭ নং মাছ গাঁট সংলগ্ন শাহাবুদ্দিন মোল্লার বাড়ি থেকে বিষধর সাপ রাসেলস বাইপার ধরা পরেছে। সাপ টি কে স্থানীয় জনতা মিলে মেরে ফেলে।ঐ বাড়ি থেকে গত ২৬ শে জুন রাসেলস বাইপার বিষধর সাপ ধরা পরে।ঐ সাপ টি কে স্থানীয় জনতারা মেরে ফেলে। রাসেলস বাইপার বিষধর সাপ নিয়ে এলাকার সকল জনমানুষের মাঝে আতংক বিরাজ করছে।