
পিরোজপুর প্রতিনিধি::
সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া এলাকার ৫ জন জেলে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ট্রলরে থাকা আরো ৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোজ এসব জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম চরম উৎকন্ঠা ও আহাজারি।
নিখোঁজ জেলে পরিবারের স্বজনরা জানায়, ৩০ জুন রোববার রাত সাড়ে ১১টার সময় তাদের নিখোঁজ জেলেরা পরিবারের সাথে সবশেষ যোগাযোগ করেন। এর আধা ঘন্টা পরে প্রবল স্রোতের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরবর্তিতে একই ট্রলারে থাাক ৭ জন জেলে উদ্ধার হলেও এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ জেলেরা হলেন ছোট মাছুয়া এলাকার মোশারেফ ফরাজীর ছেলে নজরুল মাঝি (৫৫) ছোটমাছুয়া এলাকার মৃত হাফেজ আকনের পুত্র বাহাদুর আকন (২২) ছোটমাছুয়া এলাকার আকব্বর শাহ এর পুত্র আল আমিন শাহ (২২), মোসলেম হাওলাদারের পুত্র সালাম (৫০) এবং ভান্ডরিয়া থানার জুনিয়া এলাকার বাবুর্চি মোকলেছ হাওলাদেরর পুত্র আব্দুর রহমান (৫০)।
তুষখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম জানান, অনাহারে দরিদ্রদার কষাঘাতে পড়ে একটি ট্রলার নিয়ে ছোটমাছুয়া এলাকার ১২ জন জেলে গত ২৬ জুন শুক্রবার মাছ ধরতে সাগরে যায়। ৩০ জুন রোববার গভীর রাতে স্রোতর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ৭ জন জেলেদের উদ্ধার করা হলেও এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া ৭ জেলে মহিপুর হাসপাতালে ভর্তি রয়েছে।
জেল উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, আমরা গতকালকে এ বিষয়ে খবর পেয়েছি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহিপুর থেকে মাছ ধরার ট্রলারটি সাগরে গিয়েছিল। এটি ডুবে গেছে আমরা কেষ্ট গার্ড ও নৌবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের উর্ধ্বতন কতৃপক্ষকেও জানিয়েছি। নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করছে।