
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লা সিলেট মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় ব্রাহ্মণপাড়ার এক নারী নিহত হয়েছে৷
ঘটনা প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার ২ জুলাই দুপুর ১টার দিকে দেবিদ্বার উপজেলার পৌর এলাকার বারেরা নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার এক নারী ট্রাকের চাপায় নিহত হয়েছে৷
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার জিরুইন বাজারের পূর্বপাশের আরিফের বাড়ির মৃত মোঃ রুহল আমিনের স্ত্রী এবং উপজেলা ছাত্রদল নেতা মোঃ তুহিন রায়হান এর মা মোসাঃ শিউলী আক্তার (৪৮) মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলায় ছেলের বাসায় যাবার জন্য বেড় হয়৷ দুপুর ১ টার দিকে দেবিদ্বার উপজেলার বড় ছেলে মোঃ নুরে আলমের বাসায় যাওয়ার সময় বারেরা নামক স্থানে কুমিল্লা সিলেট মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় আহত হয় ৷ পরে স্থানীয়রা তাকে উদ্বার করে দেবিদ্বার উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে ফাঁড়ির সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে৷ পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়৷ নিহত শিউলি আক্তারের ৩ ছেলে ১ মেয়ে রয়েছে৷