
মোঃ কাওছার আহম্মেদ
রাঙ্গাবালী, পটুয়াখালী।
রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুজ্জামান মামুন খান এর সহধর্মিণী মোসাঃ সাজেদা বেগম। উপজেলা বি এন পির সাবেক সভাপতি কবির হোসেন তালুকদার। রাঙ্গাবালী নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান (তসলিম মাস্টার)। সাবেক চেয়ারম্যান মৃত্যু জাহাঙ্গীর হোসেন আকন এর পুত্র মোঃ সোহাগ হোসেন। সাংবাদিক মোঃ জোবায়ের হোসেন।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের নিকট তারা ফরম জমা দেন।
তফসিল অনুযায়ী, ৪ জুলাই বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন, ৫ জুলাই শুক্রবার যাচাই বাছাই, ১০ জুলাই প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ভোট গ্রহণ হবে বলে নিশ্চিত করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার।