
ক্যাম্পাস প্রতিবেদক:
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অত্র বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজান। ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে নতুন চেয়ারম্যানের নিয়োগ দেওয়া হয়। শনিবার (৬ জুলাই) অত্র বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
নতুন চেয়ারম্যান বলেন, আইন বিভাগের ইতিহাস ও সাফল্যমন্ডিত দিনগুলো বুকে ধারণ করে আইন বিভাগকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়াসে আমার সকল সহকর্মীকে সাথে নিয়ে কাজ করে যাব। পাশাপাশি শিক্ষার্থীদের উৎকর্ষ সাধনে অনবদ্য ভূমিকা রাখতে চেষ্টা করব। আমার শিক্ষার্থীদের আইন বিভাগের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আহ্বান করব। তাদের মেধা ও মননকে আইন বিভাগের ভবিষ্যত আলোকিত করতে কাজে লাগানোর জন্য অনুরোধ করব।
প্রসঙ্গত, সাখাওয়াত সাজ্জাত সেজান ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগে ২০১৯ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২৪ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।