
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়ায় নবাগত সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) অফিসার হিসেবে যোগাযোগ করেছেন তানজিলা জান্নাত রেটিনা। তিনি কচুয়াতে যোগদানের পূর্বে নরসিংদী জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ৩০ জুন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন পরে তিনি গত ৭ জুলাই বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে কচুয়ায় সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলায়। তিনি ৩৮ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী নবাগত সহকারী কমিশনার ভূমি অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।