
এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মো: সোহরাবউদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, মসূয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, রইছ মাহমুদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এ ইউসুফ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, কৃতী শিক্ষার্থীদের পক্ষে আশফাক হাবিব নাবিল, তাসফিয়া তানজিম মহুয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ। ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কটিয়াদী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ১৫৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।