
ক্যাম্পাস প্রতিবেদক:
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের ৩৩ তম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানালো অত্র বিভাগ। গত মঙ্গলবার (৯ জুলাই) সকালে আয়োজিত স্বাগত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জামালউদ্দীন আহমদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তায়বুল হক ও রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামাল।
স্বাগত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কিছু নিয়ম নীতি রয়েছে সেগুলো মেনে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। শিক্ষকদের আদেশ-নিষেধ মেনে চলতে হবে এবং ক্লাসে মনোযোগী হতে হবে। পরিশেষে, নবাগত ব্যাচের জন্য অতিথিরা শুভ কামনা জানান।
আইন বিভাগের নবাগত চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজানের সভাপতিত্বে ও ল স্টুডেন্টস’ ফোরামের সাধারণ সম্পাদক ইসফার উজ জামান ইফাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ, প্রভাষক কাজী তাসনিম জাহান, প্রভাষক উম্মে হাবিবা জিতু, প্রভাষক মো. রাহুল হাসান জয়, প্রভাষক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রভাষক মাধবী পাল, প্রভাষক তানজিলা মুবাশ্বিরাসহ নবীন শিক্ষার্থীরা।