
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক সভাকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি, কাউখালী থানার এসআই মোহাম্মদ সানি, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর হোসেন, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত কাউখালী থানার এস আই মোহাম্মদ সানি জানান, কাউখালীতে গত এক মাসে সাতটি মাদকের মামলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, মাদকের বিস্তার নিরোধ করতে হবে, উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি তার বক্তব্য বলেন, কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোজনক। বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।