
নিউজ ডেস্ক
চলমান কোটা আন্দোলনে সাধারন শিক্ষার্থীদের উপর হামলায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার (২৬ জুলাই) লন্ডনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুক্তরাজ্যে বসবাসরত শিক্ষার্থী, মানবাধিকার সংস্থা ও সাধারন জনগন।
সমাবেশে চলমান কোটার দাবি বাস্তবায়নে সারাদিন ব্যাপি মিছিল ও আলোচনা সভা হয়। মিছিলটি লন্ডনের আলতাব আলি পার্ক থেকে শুরু হয়ে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে শেষ হয়। সমাবেশে বাংলাদেশে নিহতদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরাবতা পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রতিনিধি বাগেরহাট জেলার ছেলে ইঞ্জিনিয়ার মোঃ এনামুল কবির। বক্তারা ছাত্রদের ৯ দফা দাবি বাস্তবায়নে জোর দাবির পাশাপাশি সরকারের পদত্যাগ দাবি করে মিছিল ও সমাবেশ করেন।