
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩০ জুলাই (মঙ্গলবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে এক বর্ধিত সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।বর্ধিত সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এড. আবদুল আলীম খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন।
প্রথম অধিবেশনে, পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার পর দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন প্রভাষক রেজাউল করিম এবং সঞ্চালনায় ছিলেন বিল্লাল হোসেন সরকার। সভার ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এড. আবদুল আলীম খানকে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং ইসমাইল হোসেন নয়নকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়।
সভায় সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ রেজাউল করিম, মোঃ বিল্লাল হোসেন সরকার, মশিউল আলম সোহাগ, আলী আহাম্মদ মেম্বার, বিল্লাল হোসেন, ইউনুস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক শাকিল, আতাউর রহমান মিহির, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান, প্রচার সম্পাদক মোঃ সোহেল খান চৌধুরী, অর্থ সম্পাদক কাজল সরকার, দপ্তর সম্পাদক শরিফ খান আকাশ, ক্রীড়া সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম রোমান, আমোদ প্রমোধ সম্পাদক আতিকুর রহমান রাজু, আইসিটি সম্পাদক হাবিবুর রহমান মিয়াজী, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন জসিম উদ্দিন মাস্টার ও আব্দুল হক মাস্টার। কমিটিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।