
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ (এমপি) এক শোক বার্তায় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের ১৬ নং ওয়ার্ডের সভাপতি ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
শোক বার্তায় জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, হেলাল উদ্দিন ছিলো আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ একনিষ্ঠ কর্মী। বঙ্গবন্ধুর আদর্শের এবং জননেত্রী শেখ হাসিনার কর্নী হিসেবে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাকে জনগনের সাথে রাজপথে সরব থাকতে দেখা গেছে। এমন একজন একনিষ্ঠকর্মীর মৃত্যুতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে, আত্মীয় স্বজন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সভাপতি হেলাল উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দেন এই কামনা করেন।
এছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ১৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবু জাহিদ সঞ্জু পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।