
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৪জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ঢাকা পাঠানো হয়েছে৷ বলে জানিয়েছেন চিকিৎসক। রবিবার (১১ আগস্ট ) রাত সাড়ে ১২টার দিকে পৌরশহরের বাসাইল ঢাকা-সিলেট মহাসড়ককে এ দুর্ঘটনা ঘটেছে।