
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে যত্রতত্র পেতে রাখা মাছ ধরার জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক জনকে ১ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন প্রকার জাল ধ্বংস করা হয়। ২৯ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দ ফাহানা পৃথা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যা কবলিত ব্রাহ্মণপাড়া উপজেলায় যত্রতত্র মাছ ধরার জাল পেতে রাখা হয়। এ সময় অনেক অনাহারীর কাছে স্বেচ্ছাসেবকগণ ত্রাণ পৌঁছাতে সমস্যা হচ্ছে।
এছাড়া ত্রাণের নৌকা যাওয়ার সময় জাল পেতে রাখা বিভিন্ন মাছ শিকারি ত্রাণ বিতরণকারী মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর, বড়ধুশিয়া, নাগাইশসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ৮ টি ভেসাল জাল, ৫ টি চায়না দোয়ারী জাল বা ম্যাজিক জাল এবং আনুমানিক ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং এক জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।