
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মুলাদী উপজেলা কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন করা হয়।
এসময় নার্সিং পরিষদের উপজেলা সমন্বয়ক হামিদা খানম, মো. তারিকুল ইসলামসহ মুলাদী হাসপাতালের সকল নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের সদস্যরা বলেন, অধিদপ্তরের মহাপরিচালক নার্স নিয়ে বিরূপ মন্তব্য এবং কটুক্তি করে সেবামূলক পেশার মর্যাদা নষ্ট করেছেন। তাই তাকে দ্রুত অপসারণ করতে হবে। এছাড়া জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে অধিদপ্তরের মহাপরিচালক পদায়ন করার দাবি জানান নার্স ও মিডওয়াইফারি পরিষদের সদস্যরা।