
মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর মহিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর ) সকাল এগারো ঘটিকায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তৃতা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আজম, সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম, আব্দুল ওয়াদুদ,কুতুবুল আলম, জিয়াউর রহমান, মোঃ কামাল উদ্দিন, ছাবিকুন্নাহার, আশরাফ আহমেদ,মাহফুজুল হক প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে নাত পরিবেশন করে একাদশ শ্রেণির ছাত্রী সুমনা আক্তার, রিক্তা আক্তার, সুমনা আক্তার, জ্যোতি আক্তার।
অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।