
আকতারুজ্জামান নাইম নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাহাপুর ডি এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার স্বপনের সভাপতিত্বে শনিবার বিকেলে উপজেলার “মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ” এর হলরুমে “বাংলাদেশ শিক্ষক সমিতি” মান্দা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি করা হয়। কমিটিতে মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেরুল ইসলামকে আহ্বায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নাসির উদ্দিন, আব্দুল লতিফ মৃধা, দেলোয়ার হোসেন, এনামুল হক ও বাচ্চু মিয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
উক্ত কমিটি গঠনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাশিসের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্য জোট নওগাঁ জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ।