
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
প্রাথমিক শিক্ষা পদক – ২০২৪ এর বাগেরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শাহানা খন্দকার। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন।
বুধবার ( ১৮ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যাচাই-বাছাই শেষে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার শাহানা খন্দকার কে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে ঘোষণা দেন। এর আগে শাহানা খন্দকার কচুয়া উপজেলা পর্যায়ে স্কুল গুলোর মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় শাহানা খন্দকার বিচারক মণ্ডলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল সহকর্মীদের ধন্যবাদ জানান এবং প্রাথমিক শিক্ষার উন্নতির পাশাপাশি প্রাথমিক শিক্ষা যাতে একটি ভালো পর্যায়ে পৌঁছায় তার আশাবাদ ব্যক্ত করেন।
তাঁর এ সাফল্যে কচুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসা: শামসুন্নাহার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস চন্দ্র সাহা, সহকারী শিক্ষকবৃন্দ সহ অনেকই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।