
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের হয়রানিমূলক মিথ্যা মামলা, ঘুষ, চাদাবাজির প্রতিবাদে ও ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ ও কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন খানের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার ২১ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা।
এসময় বক্তারা বলেন, মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে,পাবলিকের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে। ডিমার্কেশন করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে। এসময় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।