
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার শার্শা থানা এলাকা হতে আনুমানিক ০৪ লক্ষ টাকা মূল্যমানের একশত আঠাশ (১২৮) বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গত ২২ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১৯.২০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন বাগআচড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ বসতপুর মাঠপাড়া গ্রামে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান সরবরাহের জন্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর উক্ত আভিযানিক দল বাগআচড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বসতপুর মাঠপাড়া সাকিনস্থ জনৈক লালটুমিয়ার দুই তলা বসত বাড়ির সামনে সাতমাইল থেকে গোগা গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একই তারিখ রাত ১৯.৫০ ঘটিকায় মাদক ব্যবসায়ী আসামী (১) মোঃ মেহেদী হাসান (৩২), পিতা- হাবিবুর রহমান, সাং- জয়পুর (মোহনপুর), থানা- মনিরামপুর, জেলা- যশোর, (২) মোঃ জুয়েল রানা (২১), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, সাং- অগ্রভুলাট (ইউপি গোগা), থানা- শার্শা, জেলা-যশোর ও (৩) মোঃ সাকিব হোসেন (১৯), পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান নেদা, সাং- খড়িডাঙ্গা , থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদের’কে গ্রেফতার করে।
স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদেরকে তল্লাশীকালে তাদের দেখানো ও সনাক্ত মতে ১নং ও ২নং আসামীদ্বয়ের হাতে থাকা বাজারের ব্যাগের মধ্য হইতে মোট ১২৮ (একশত আঠাশ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৩,৮৪,০০০/- (তিন লক্ষ চুরাশি হাজার টাকা মাত্র)।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।