
সুজন ফরাজী বোরহানউদ্দিন প্রতিনিধি ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের আবুল মিয়ার বাজারে বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি ঘরে উঠিয়ে দেয়। ঘরটি ভেঙ্গে বাসটি খাদে পড়ে যায়। এসময় পথচারী বাক প্রতিবন্ধি (বোবা) খোরশেদ (৬০) নামের একজন ঘটনাস্থলে নিহত হয়। নিহত খোরশেদের বাড়ি টবগী ৩ নং ওয়ার্ডের আজম স্যারেগো বাসা বলে জানা যায়।
ঘন্টা দুয়েক পর একটি গ্যাসের বোতল বহনকারী ট্রাক উল্টো সাইডে খাদে পরে যায়।