
(শংকর চৌধুরী,হাটহাজারী,চট্টগ্রাম)
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই গ্রামের প্রবীণ শিক্ষক মাস্টার কালীপদ দে (৮৩) আজ সকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে চার কন্যা রেখে গেছেন। মাস্টার কালীপদ দে হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
তাছাড়া তিনি ছিলেন একজন সমাজসেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব। তাঁর এক মেয়ে শেলী দে বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী। মাস্টার কালীপদ দে এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভজন কুটির পরিচালনা পরিষদ, পশ্চিম ধলই জগন্নাথ ধাম পরিচালনা কমিটি, পশ্চিম ধলই শীতলা বাড়ি যুব সংঘ, ভজন কুটির সংস্কৃত একাডেমি, বর্ণালী সমিতি, চট্টগ্রাম মেডিকেল টেকনোলজিস্ট সোসাইটি, ফটিকছড়ি শাখা, এনায়েতপুর সবুজ সংঘ সহ চট্টগ্রামের বিভিন্ন সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজ বিকালে পশ্চিম ধলই গ্রামের বাড়িতে পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।