
সজীব হাসান, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ার ধুনট উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে দুর্নীতি বন্ধ ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা মুজিব চত্ত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আদিবাসী পরিষদের সমন্বয়ক সন্তোষ সিং বাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধুনট উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কর্ণীদাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান।
এসময় উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের নেতা সুনিল চন্দ্র মােেলা, স্বপন কুমার সিং, নিরাঞ্জন রবিদাস, বৈদ্য চন্দ্র বাগদি, রাজকুমার রবিদাস, সুনিল রবিদাস বাবু, জুড়ান রবিদাস, দুতিরাত কর্ণিদাস, সামারু রবিদাস, অনিক সরকার, সজিব সরকার, আলো রানী তরুণীদাস, সুজন তরুণীদাস, প্রতিমা তরুণীদাস, রাশে তরুণীদাস, রতন মালো, তপতী রানী ও কৃষ্ণ কোনাই প্রমুখ।
উল্লেখ্য, রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার দুই আদিবাসী কৃষক জমিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে সেচের পানি না পেয়ে আত্মহত্যা করেন। পানি বন্টনে দুর্নীতি বন্ধ ও কৃষকের আত্মহত্যার প্ররোচনাকারীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে এ মানববন্ধন করা হয়।