
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি তাওহিদুল ইসলাম
বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের বলেশ্বর নদের বিহঙ্গদ্বীপ সংলগ্ন রুহিতা এলাকা থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে জেলেরা।
রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বলেশ্বর নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক এক দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মরদেহটি দেখতে ভিড় করে।
প্রত্যক্ষদর্শী ইব্রাহিম সাওজাল, ইউসুফ মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, প্রতিদিনের মতো সকালে মাছ ধরার জন্য তারা বলেশ্বর নদের দিকে যাচ্ছিলেন। এ সময় শিশুর মতো কিছু একটা ভাসতে দেখা যায়। কিছুক্ষণ পর ভাটায় পাড়ে আটকে গেলে কাছাকাছি গিয়ে দেখা যায় এক নবজাতকের (মেয়ে) মরদেহ।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ নবজাতকটি সেখানে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।