
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালী ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেঙ্গুরা সফদার আলী মুন্সির বাড়িতে আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর।
আহ ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মং সু ইনু মারমা।
তিনি জানান, ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আগুনে ৯ বসতঘর পুড়ে গেছে। এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, আগুনে আমিনুল হক, আজিজুল হক, এনামুল হক, জয়নাল আবেদীন, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. এরশাদ, জসিম উদ্দিন, মো. রাজু ও আফতাব উদ্দিনের বসত ঘর পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।