
এম মনির চৌধুরী রানা
বোয়ালখালীতে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বোয়ালখালী প্রেসক্লাব।আজ রবিবার (২৭ মার্চ) বিকেলে আলহাজ্ব এ কে লায়লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম সিআইপি সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর,
তিনি বলেন, বোয়ালখালী প্রেসক্লাব প্রতিবছর দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ। বোয়ালখালী প্রেসক্লাব সব সময় মানবতার কল্যাণে এগিয়ে আসে। সামর্থ অনুযায়ী সাংবাদিকেরা সমাজের অসহায় নিপীড়িত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। তিনি এ মাহে রমজানে দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানব্যক্তি সহ সামাজিক সংগঠনের প্রতি আহবান জানান।
বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদ সৈয়দ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায়, সংবর্ধিত অতিথি ছিলেন, প্রবাসী ব্যবসায়ী সিআইপি মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র তারেকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক ইয়াছিন চৌধুরী, অর্থ সম্পদক প্রভাষ চক্রবর্তী, প্রচার সম্পাদক এস, এম নাঈম উদ্দিন, সদস্য মোঃ সাইফুদ্দিন খালেদ, শাহা আলম বাবলু, জাহিদ হাসান, খোরশেদ আলম প্রমূখ।