
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
ছাতকে লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা সুপ্রীম কোর্টের আপীল ডিভিশনের স্থগিতাদেশ উপেক্ষা করে চুনাপাথর ক্রাশিং প্লান্ট চালু এবং খোলাবাজারে বিক্রির প্রতিবাদে ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে ব্যবাসায়ীদর এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে লাফার্জ কর্তৃক ক্রাশিং প্লান্ট বন্ধ না করলে অচিরেই লাফার্জের বিরুদ্ধে অবরোধ সহ কঠোর আন্দোলনে যাওয়ার হুমকী দেয়া হয়। ছাতক লাইমষ্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিদেশী বেনিয়া কোম্পানী লাফার্জ হোলসিম দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করার দুঃসাহশ দেখিয়েছে। তারা বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী পাথর ব্যবসা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। লক্ষাধিক শ্রমিকের রুটি রোজির পথ রুদ্ধ করার পায়তারা করছে।
লাফার্জ হোলসিমের এসব অপকর্মের দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা। প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, লাফার্জ হোলসিমের এসব অপকর্মের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসেবে শিল্প মন্ত্রনালয় লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা কর্তৃক ক্রাশিং চুনাপাথর উৎপাদন অবৈধ ও তা খোলাবাজারে বিক্রি করা বন্ধ রাখার নির্দেশ দেয়। এক পর্যায়ে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ সি.পি নং-৩৬০/২০২২ মামলায় লাফার্জ হোলসিমের চুনাপাথর ক্রাশিং প্লান্টের কার্যক্রমে স্থগিতাদেশ প্রদান করেন। কিন্তু সুপ্রীম কোর্টের আপীল ডিভিশনের স্থগিতাদেশ উপেক্ষা করে লাফার্জ হোলসিম কর্তৃপক্ষ ক্রাশিং প্লান্ট চালু রেখে ক্রাশিং চুনাপাথর বাজারজাত করা অব্যাহত রেখেছে।
লাফার্জ হোলসিম কর্তৃপক্ষ আদালত অবমাননা করে ক্রাশিং প্লান্ট চালু এবং ক্রাশিং চুনাপাথর বিক্রির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ব্যবসায়ী সৈয়দ আহমদ, ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সেক্রেটারী আবুল হাসান, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা পরিসদ সদস্য আজমল হোসেন সজল, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, ব্যবসায়ী নূরু মিয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান ও ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অদুদ আলম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, এড. সূফী আলম সুহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ছাতক পাথর সমবায় সমিতির সাধারন সম্পাদক সমছু মিয়া, ব্যবসায়ী আব্দুল হাই আজাদ, পৌর কাউন্সিলর নাজিমুল হক প্রমূখ।
মানববন্ধনে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতি, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপ, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপ, ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ব্যবসায়ী সমবায় সমিতি, ভিশন ওয়েলফেয়ার সোসাইটি ইসলামপুর, নৌ-পরিবহন ব্যবসায়ী সমবায় সমিতি, ছাতক লেবার সর্দার সমবায় সমিতি, ছাতক ওয়ার্কসপ সমিতি ও ছাতক জুয়েলারী মালিক সমিতির ব্যানারে ব্যবসায়ী হাজী আজিজুর রহমান, আব্দুল মমিন চৌধুরী, হাজী মুহিবুর রহমান, পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাস, ব্যবসায়ী লিটন মিয়া, মিলন সিংহ, হাজী সুজন মিয়া, হাজী রাসেল মাহমুদ, সাইদুল আলম মধু, হাজী বদরুল আলম, জায়েদ আহমদ, নজরুল চৌধুরী, ছাতক লেবার সর্দার সমিতিরসভাপতি ওয়ারিছ আলী, সাবেক সভাপতি তজমুল আলী সহ ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।