
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির শ্রদ্ধা নিবেদন করেছেন।
দিবসটি উপলক্ষে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এর পক্ষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসনের পক্ষে মাহবুবুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষে জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে সাদেক কুরাইশী, সদর উপজেলার পক্ষে আবু তাহের মোঃ সামসুজ্জামান,ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি এমদাদুল ইসলাম ভূট্রো এবং সাধারণ সম্পাদক আবদুল লতিফ লিটুসহ সংগঠনের নেতৃবৃন্দ, সহায় জুলুম বস্তির পক্ষে উপদেষ্টা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানসহ সংগঠনের সহ-সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধরণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ নেতৃবৃন্দ, এসএসসি 99 এর পক্ষে সংগঠনের সদস্যরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজনৈতিক সামাজিক জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ সরকারি ও বেসরকারি অফিসের কর্মকতা কর্মচারিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।