
ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষণে অধ্যক্ষ নজরুল ইসলাম নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী মো. সাকিল (১২) কে মারধরের ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মাদ্রাসা সংলগ্ন বেড়ি বাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের লেখার সিলেটে শিক্ষার্থী নির্যাতনের বিচার চাই লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
এসময় তারা শিশু শিক্ষার্থী নির্যাতনের বিচারের দাবীতে বিভিন্ন ¯েœাগান দিতে থাকেন। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে শিশু শিক্ষার্থীর নির্যাতনের বিচার দাবী করেন। উল্লেখ্য-গত সোমবার বিকাল ৪ টার দিকে স্থানীয় পারভীন বেগম নামের এক নারী অধ্যক্ষ নজরুল ইসলাম নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী মো. সাকিলকে মারধর করেন। এতে সে গুরুতর আহত হন।