
আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাতের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৫ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা শাখার উপ-পরিচালক মোঃ হুমায়ূন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিক -ই-লাহী চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ ফরহাদ হোসেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউছুফ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। যাকাত বিত্তশালীদের সম্পদকে পরিশুদ্ধ করে। যাকাত দেয়ার ফলে যাকাত দাতার সম্পদের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত আদায় করতে হয়। রমজান মাস আল্লাহর মাস। রমজান মাসে যেকোনো ফরজ, ওয়াজিব সুন্নত ও নফল কাজ আদায় করলে আল্লাহ এর সওয়াব বহুগুণে বৃদ্ধি করে বান্দাকে নিজ হাতে প্রতিদান প্রদান করবেন। যাকাত বছরের যেকোনো সময় দেয়া যায়। তবে রমজান মাসে জাকাত আদায় করতে পারলে বেশি সওয়াব পাওয়া যাবে।