
আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা কৃষক দলের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে শেরপুর নালিতাবাড়ী একজন কৃষক ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আপন দুই ভাই কৃষক আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টুর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিমের এর সঞ্চালনায় সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন, ভোলা সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ ফরিদ গোলদার, ভোলা পৌর কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন কৃষক আত্মহত্যার ঘটনা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ ভাবে করা হয়। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিরোধে সরকার ব্যর্থ উল্লেখ করে দ্রুত সরকারকে পদত্যাগের আহ্বান জানান।