বাংলাদেশ ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

প্রতিবন্ধী হয়েও ভিক্ষা না করে তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক চা বিক্রি করে চলছে ৬ জনের সংসার। 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ১৭২৫ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী হয়েও ভিক্ষা না করে তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক চা বিক্রি করে চলছে ৬ জনের সংসার। 

 ঃ আবুল হাসান কোটচাঁদপুর 
 ২ নং মধুহাটী ইউনিয়ন  সুতিদূর্গাপুর গ্রামের জন্ম প্রতিবন্ধি মোঃ জাহাঙ্গীর আলম বয়স ৩৬ বছর। তিনি স্কুলে যাওয়ার ভাগ্য তাহার জীবনে হয়নি। জন্মের পর তার পিতা মৃত্যু বরণ করেন। অভাবের সংসার তাতে আবার প্রতিবন্ধী কে নিয়ে যাবে কোলে করে স্কুলে। কে দিবে স্কুলের খরচ বা কে দিবে দু মুঠো খাবার। বড় দুই ভাই দুই বোন তারপর বিধবা মা সবাই ভাইদের উপর মরার উপর খারা। তাদের কাজ হলে খাওয়া না হলে উপোষ যেতে হতো। তাই ভাগ্যে যোটিনি লেখা পড়া। আজ ১৬ বছর আগে পাশের গ্রামের এক এতিম মা মরা গরীব মেয়ের সাথে বিবাহ হয় প্রতিবন্ধী জাহাঙ্গীরের। কে দিবে মেয়ে আর কে ইচ্ছা করে এমন জন্ম প্রতিবন্ধীর সংসার করতে চাই। এরই মাঝে প্রথম এক কন্যা সন্তানের জন্ম ইচ্ছা ছিল প্রতিবন্ধী পিতার হাল ধরতে একটি ছেলে সন্তানের।
কিন্তু এটা তো বিধাতার খেলা আবারও হলো একটি কন্যা আবার ও হলো একটি কন্যা এই ভাবে ছেলের আশায় তিনটি কন্যা বিধাতা এবার এক পুত্র সন্তান দিয়েছেন। এই ভাবেই সংসার হলো বড় ৪ সন্তান ও স্বামী স্ত্রী সহ মোট ৬ জন। সংবাদ সংগ্রহকারি কে বলতে যেয়ে তিনি ক্রন্দনরত হয়ে বলেন। সরকারি প্রতিবন্ধী ভাতা আজ ৩ বছর আগে হয়েছে প্রতি ৬ মাস পর ৪৪০০ টাকা দেয় তাতে বড় মেয়ের বয়স ১৪ বছর। তিন কন্যাসন্তানের লেখা পড়া কোন রকম হয় না। তাদের কাপড় কিন্তে পারিনা কোন রকম গ্রামের ভিতর চা বিক্রি করে চলছে ৬ সদস্যের সংসার। আমার সরকারি ভাবে কোন গাড়ি আমি পাইনি বা দেয়নি। আমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারি না।
আমি অন্যের কাছে ভিক্ষাবৃত্তি করতে লজ্জা পায়। বিভিন্ন এন জি ও থেকে লোন নিয়ে চায়ের দোকানে ব্যবসা। বর্তমান আমি এন জি ও লোনে জর্জরিত তাতে মেয়ে বিয়ের উপযুক্ত। আমার যদি সরকার বা কোন বিত্তশালী  সাহায্যের হাত বাড়িয়ে উপকৃত করলে আমি সারা জীবন দোয়া করবো। মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের কোন রিদয়বান ব্যাক্তি যদি এই জন্ম প্রতিবন্ধির জন্য এগিয়ে আসলে  ০১৭৬৬২৯৫৩১৬ আমার মোবাইল নং। আমি চলাচলের জন্য যদি কেউ একটি মটর চালিত ভ্যানদিয়ে সাহায্যে করলে আমি চলতে পারবো ইনশাআল্লাহ।
জনপ্রিয় সংবাদ

জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা

প্রতিবন্ধী হয়েও ভিক্ষা না করে তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক চা বিক্রি করে চলছে ৬ জনের সংসার। 

আপডেট সময় ০৪:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
 ঃ আবুল হাসান কোটচাঁদপুর 
 ২ নং মধুহাটী ইউনিয়ন  সুতিদূর্গাপুর গ্রামের জন্ম প্রতিবন্ধি মোঃ জাহাঙ্গীর আলম বয়স ৩৬ বছর। তিনি স্কুলে যাওয়ার ভাগ্য তাহার জীবনে হয়নি। জন্মের পর তার পিতা মৃত্যু বরণ করেন। অভাবের সংসার তাতে আবার প্রতিবন্ধী কে নিয়ে যাবে কোলে করে স্কুলে। কে দিবে স্কুলের খরচ বা কে দিবে দু মুঠো খাবার। বড় দুই ভাই দুই বোন তারপর বিধবা মা সবাই ভাইদের উপর মরার উপর খারা। তাদের কাজ হলে খাওয়া না হলে উপোষ যেতে হতো। তাই ভাগ্যে যোটিনি লেখা পড়া। আজ ১৬ বছর আগে পাশের গ্রামের এক এতিম মা মরা গরীব মেয়ের সাথে বিবাহ হয় প্রতিবন্ধী জাহাঙ্গীরের। কে দিবে মেয়ে আর কে ইচ্ছা করে এমন জন্ম প্রতিবন্ধীর সংসার করতে চাই। এরই মাঝে প্রথম এক কন্যা সন্তানের জন্ম ইচ্ছা ছিল প্রতিবন্ধী পিতার হাল ধরতে একটি ছেলে সন্তানের।
কিন্তু এটা তো বিধাতার খেলা আবারও হলো একটি কন্যা আবার ও হলো একটি কন্যা এই ভাবে ছেলের আশায় তিনটি কন্যা বিধাতা এবার এক পুত্র সন্তান দিয়েছেন। এই ভাবেই সংসার হলো বড় ৪ সন্তান ও স্বামী স্ত্রী সহ মোট ৬ জন। সংবাদ সংগ্রহকারি কে বলতে যেয়ে তিনি ক্রন্দনরত হয়ে বলেন। সরকারি প্রতিবন্ধী ভাতা আজ ৩ বছর আগে হয়েছে প্রতি ৬ মাস পর ৪৪০০ টাকা দেয় তাতে বড় মেয়ের বয়স ১৪ বছর। তিন কন্যাসন্তানের লেখা পড়া কোন রকম হয় না। তাদের কাপড় কিন্তে পারিনা কোন রকম গ্রামের ভিতর চা বিক্রি করে চলছে ৬ সদস্যের সংসার। আমার সরকারি ভাবে কোন গাড়ি আমি পাইনি বা দেয়নি। আমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারি না।
আমি অন্যের কাছে ভিক্ষাবৃত্তি করতে লজ্জা পায়। বিভিন্ন এন জি ও থেকে লোন নিয়ে চায়ের দোকানে ব্যবসা। বর্তমান আমি এন জি ও লোনে জর্জরিত তাতে মেয়ে বিয়ের উপযুক্ত। আমার যদি সরকার বা কোন বিত্তশালী  সাহায্যের হাত বাড়িয়ে উপকৃত করলে আমি সারা জীবন দোয়া করবো। মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের কোন রিদয়বান ব্যাক্তি যদি এই জন্ম প্রতিবন্ধির জন্য এগিয়ে আসলে  ০১৭৬৬২৯৫৩১৬ আমার মোবাইল নং। আমি চলাচলের জন্য যদি কেউ একটি মটর চালিত ভ্যানদিয়ে সাহায্যে করলে আমি চলতে পারবো ইনশাআল্লাহ।