
শহীদুল ইসলাম শাহীন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার সকাল ১১.৫০ মিনিটে ধর্মপাশার নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।তিনি স্ত্রী, ১ ছেলে,১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন, ধর্মপাশা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন’সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।