
স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের বিনোদপুর রাজকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের স্বসম্মানে আগামীকালের মধ্যে মুক্তির দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর শাখার আহ্বানে আজ ০৯ এপ্রিল( শনিবার) এগারো ঘটিকায় যশোর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন-অর- রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস এম তৌহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দদুল, ওয়ার্কার্স পার্টি(মার্কসবাদী)সাধারন সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি নেতা এডঃ আমিনুর রহমান হিরু, চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়,
যশোর শিল্পকলার সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলু, নির্মূল কমিটির যুগ্ম সম্পাদক যোগেশ দত্ত, পূজা উদযাপন পরিষদের জেলা সাধারন সম্পাদক তপন ঘোষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি তরিকুল ইসলাম তারু, আই ই ডির পরিচালক বিথিকা সরকার, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা জহির ইকবাল নান্নু, নির্মূল কমিটির যশোর জেলা শাখার সাধারন সম্পাদক সাজেদ রহমান একজন ছাত্র আব্দুল্লাহ আল হারিস।
সভায় বক্তারা বলেন, স্কুলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ তার পরেও জনৈক ছাত্র বেআইনি ভাবে মোবাইল নিয়ে ক্লাসে প্রবেশ করে এবং গোপনে ভিডিও করে সাম্প্রদায়িক উস্কানীর সৃষ্টা করেছে।এতে ডিজিটাল নিরাপত্তা আইনের সেই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হওয়ার কথা অথচ তা না হয়ে বিজ্ঞান শিক্ষকের বিরুদ্ধে কি করে মামলা হয়? ঐ শিক্ষক ২০ বছর যাবত বিজ্ঞান পড়াচ্ছেন। ” বিজ্ঞান হলো যুক্তি প্রমানের ব্যাপার আর ধর্ম হলো বিশ্বাসের ব্যাপার ” এই সরল সত্যে ধর্মবিশ্বাসে আঘাত লাগার কোন কারন যদি থাকে তা হলে সরকার বিজ্ঞান সাবজেক্টকে বাতিল করুক। হৃদয় মণ্ডলকে গ্রেফতার ও জামিন না দেওয়াটা বিজ্ঞানকে অপমান করা।
যদি সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে চায় তা হলে সিদ্ধান্ত নিতে হবে তারা বিজ্ঞানের পক্ষে থাকবে না সাম্প্রদায়িক অপশক্তির পক্ষে থাকবে? আগামীকাল রবিবার শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে সম্মানে মুক্তি দিয়ে সরকার বিজ্ঞানের পক্ষে আছে কি না তা প্রমান করুক। সভায় সমগ্র দেশব্যাপী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠারও দাবী জানানো হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, সাংস্কৃতিক কর্মি, সাংবাদিক ও সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক লোক অংশ গ্রহন করেন।