
শেখ আবদুল্লাহ আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলাস্থ সুনামধন্য সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যেগে ও প্রবাসী ডা: এনামুল হক ছবুর, মিসেস ইদ্রিস ছবুর, প্রকৌশলী শফিউল আজম মুন্না, সাঈদ সুলতান, ঈসমাইল কবির, মিসেস হাজেরা নুর ,মাহামুদুল হক, জাহাঙ্গীর রহমান, নুরুল আবচার এর সহযোগিতায় অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার(৯ এপ্রিল ) সকালে এই ইফতার বিতরন কায্যক্রম অনুস্টিত হয় ,উক্ত ইফতার সামগ্রী বিতরন কায্যক্রমে উপস্হিত ছিলেন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি নুরুল হক আমিরী, সহ -সভাপতি এয়ার মুহাম্মদ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ – সম্পাদক নুরুল আবচার, দপ্তর সম্পাদক মনজুর আল, সহ সম্পাদক ইমরান , সদস্য ইমন ,রায়হান , ইমন,জুবায়েদ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ করিম প্রমুখ।
উল্লেখ্য ৩০০ অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয় ।