
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১১ এর অভিযানে কুমিল্লার দাউদকান্দি হতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী, থ্রী-পিছ, লেহেঙ্গা ও মিনি কাভার্ডভ্যান জব্দ।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদক ও চোরা কারবারীদের বিরুদ্ধে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ০৮ এপ্রিল ২০২২ তারিখে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দক্ষিণ সতানন্দি সাকিনস্থ দাউদকান্দি টোলপ্লাজার ঢাকামুখী ০৪ নং কাউন্টারের সামনে ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি মিনি কাভার্ডভ্যান তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা ১,৮৯৬ পিচ ভারতীয় শাড়ী, ১১৫টি ভারতীয় থ্রী- পিচ, ১৮৯টি লেহেঙ্গা এবং ০১টি কাভার্ডভ্যানসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরাহলোঃ ১। যশোর জেলার বাগাড়পাড় থানার ইন্দ্র গাজীপাড়া গ্রামের মোঃ কাওছার মোল্লা এর ছেলে ১। মোঃ মনির হোসেন (৪০) এবং ২। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শ্রীপুর গ্রামের মোঃ আবুল হোসেন এর ছেলে ২। মোঃ মামুন হোসেন (২৯)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১৮৯৬ পিচ ভারতীয় শাড়ী, ১১৫টি ভারতীয় থ্রী-পিচ, ১৮৯টি লেহেঙ্গা ও ০১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি অজ্ঞাতনামা চোরাইচক্র আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত হতে অবৈধভাবে চোরাই পথে ভারতীয় শাড়ী, থ্রী-পিছ ও লেহেঙ্গা বাংলাদেশে নিয়ে আসছিল। ধারণা করা যায়, উক্ত আসামীরা উল্লিখিত ভারতীয় শাড়ী, থ্রী-পিছ ও লেহেঙ্গা কাভার্ডভ্যান যোগে পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহের উদ্দেশ্যে রওনা করেছিল। এই সকল চোরাইচক্রের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মালামালগুলো পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। ….স্বাক্ষরিত…. মোঃ স¤্রাট তালুকদার এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ