
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর মুগদা এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের ০৩ জন সদস্য আটক; চোরাই ও ছিনতাইকৃত ২২ টি মোবাইলফোনসহ ০৩ টি ট্যাব উদ্ধার।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে জঙ্গিবাদ, সন্ত্রাসী, প্রতারক চক্র, চাঁদাবাজ, ধর্ষণকারী, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, মানবপাচারকারী, জালনোট ব্যবসায়ী, ছিনতাইকারী এবং চোরচক্রসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর মুগদা থানাধীন এলাকায় কতিপয় সংঘবদ্ধ অসাধু দূস্কৃতিকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোবাইলফোন এবং ট্যাব সংগ্রহ করে সাধারন জনগণের নিকট বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ০৮/০৪/২০২২ তারিখ ২০৫৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর মুগদা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চোরচক্রের সদস্য ১। মোঃ সাদ্দাম হাওলাদার (২৮), সাং-ঘটকচক, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর, ২। মোঃ ফারুক (৩০), সাং- ইলিশ গুপ্ত মুন্সি, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, এবং ৩। মোঃ হাবিবুর রহমান (৪০), পিতা-শাহজাহান হাওলাদার, সাং-মেহেরপুর, কলাপাড়া, থানা-কলাপড়া, জেলা-পটুয়াখালীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ২২ টি মোবাইলফোন, ০৩ টি ট্যাব এবং নগদ ৮০০/-টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ চোরাই ও ছিনতাইকৃত মোবাইলফোন এবং ট্যাব ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তারা এ সকল চোরাই মোবাইলফোন দ্বারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করা হয় বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বীণা রানী দাস, পিপিএম, পিপিএম (সেবা)
অতিরিক্ত পুলিশ সুপার
সহকারী পরিচালক (অপস্ ও ইন্ট শাখা)
পক্ষে পরিচালক