
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়ায় এক বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ৯ এপ্রিল রাত সাড়ে ১১টায় কচুয়া উপজেলার চরফুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সেখ মজিবুর রহমান (৭২) ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন(ইন্নাল্লিাহে—অইন্নাইলাইহে রাজেউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। ১০ এপ্রিল(রবিবার)দুপুর ২টায় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গার্ড অব অর্নার শেষে ঐ একই মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের জানাজা শেষে তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল,কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান,পিরোজপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেখ ফিরোজ আহম্মেদ,জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সেখ আবু সাঈদ, কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,বীর মুক্তিযোদ্ধা সেখ আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা মো: আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সামচুর রহমান সহ উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগন।