
রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি।
শরীয়তপুর জেলা, নড়িয়া উপজেলায়, রাজনগর ইউনিয়নে, পশ্চিম চৌকিদার কান্দি গ্রামে আজ (রবিবার ১০/৪/২২) রাত ২টা সময় আঃ মান্নান বেপারী তিনটি বসত ঘরসহ মালা মাল পুড়িয়া ছাই হয়ে যায়, রাত ২টা সময় আফজাল নামে পাশের বাড়ি একটি লোক দেখিতে পায়, ঘরের ভীতর আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলচ্ছে, আফজালের হই চই শুনে আশে পাশের লোকজন আসলে আগুন নিভানো চেস্টা করে, পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়াত্বনে আনে, আগুনে তিনটি ঘর ও ঘরের ভীতর ছয়টি ছাগল ছিল , এর মধ্যে দুইটি ছাগল আগুনে পুড়িয়া যায়,ও হাঁস মুরগী পুড়িয়া মারা যায়,এবং বিদ্যুৎতে তিনটি মিটার পুড়িয়া যায়, ঐ বাড়িতে আরো আট দশটি ঘর ছিল তারা কেহ বাহির হইতে পারে নাই, কারণ বাহির হইতে প্রত্যেক ঘরের বাহির দিয়া ছিকল আটকানো ছিল,
ঐ ঘর গুলোর ছিকল আটকানো থাকায়, কেহ ঘর হইতে বেড় হইতে পারে নাই,পাশের বাড়ির লোক এসে তাদেরকে উদ্ধার করে,না হলে অনেক লোক আগুনে ক্ষতিগ্রস্ত হত,আঃ মান্নান বেপারীর ছেলে বি এম সাগর বেপারী বলেন এই আগুন লাগার পিছনে একটি মহল চক্রান্ত করে আগুন লাগানো হইয়াছে, না হলে বাহির হইতে কেন? ঘরের ছিকল লাগানো ছিল, আঃ মান্নান বেপারীর পুত্রবধু মনি বেগম বলেন আমাদের অনেক ক্ষতি হয়ে গেলে, আমরা আজ ঘরের ভীতর পুড়িয়া মরিতাম, পাশের বাড়ির লতি চোকদার বলেন আমার জানামতে এই এলাকায় জাহিদ নামে একটা চোর আছে ঐ চোর এই কাজ করিতে পারে বলে আমার ধারণা, এই পযর্ন্ত অনেক জাহিদ অনেক বাড়ি চুরি করেছেন,
ঐ জাহিদ চুরি করতে না পারলে এই রকম ঘরে আগুন দেয় আমরা অতীতে দেখেছি,রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু আলেম মাদবর বলেন ওর দ্বারা এই আগুন দেওয়ার পিছনে অনেক প্রভাবশালী আছে, ঐ লোকগুলো অশান্তী সৃস্টি করে, ইতি পূর্বে জাহিদ চোর কয়েক বার জেল খেটেছেন, এই ব্যপারে আবু আলেম মাদবর বলেন নড়িয়া থানায় মামলার প্রস্তুতী চলছে,নড়িয়া থানার ওসি বলেন এই রকম গঠনা আমি শুনছি, নড়িয়া থানার ( ওসি) অবনী শংকর কর বলেন অভিযোগ পেলে তদন্ত করে, যদি দোর্ষি কাহাকে পাওয়া গেলে, তাকে আইনের আওতায় আনব। উপযুক্ত শাস্থি দেওয়ার চেস্টা করিব।