
শাকিল আহম্মেদ সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো বাসুরিয়া গ্রামের সাইফুল ইসলামের কন্যা সুমাইয়া (৮) ও একই গ্রামের সেলিমের শিশু কন্যা রিয়া মনি (৭)। দুজনই পিংনা দক্ষিণ পাড়া মুন্সি মোহাম্মদ আলী এপতেদায়ী মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, দুজনে মিলে দুপুর আনুমানিক দুইটার সময় বাড়ীর পাশে যমুনা নদীতে গোসল করতে যায় কিন্তু আর ফিরে আসেনি। পরে বিকাল আনুমানিক সাড়ে তিনটার সময় এলাকাবাসি শিশু দুটির লাশ নদীতে ভাসতে দেখে। পরিবারকে খবর দিলে উদ্ধার করা হয়।