
জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফটোগ্রাফিক সোসাইটির নতুন সভাপতি নিয়াজ মাহমুদ সজিব এবং সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম ইফতি নির্বাচিত হয়েছে।
(সোমবার) দুপুর আড়াইটায় ফটোগ্রাফিক সোসাইটির মডারেটর ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম স্যারের সুপারিশক্রমে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক কার্যনিবার্হী পরিষদের নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. ইসমাইল মজুমদার, জান্নাতুল ফেরদৌস মীম, যুগ্ম সাধারণ সম্পাদক রাথী বড়াল, কোষাধ্যক্ষ মো. নাইমুল হাসান সুপ্ত, সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম বৃষ্টি, দপ্তর সম্পাদক মো. মিনহাজুল ইসলাম, প্রকাশনা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক প্রান্ত খান সহকারী প্রকাশনা ও যোগাযোগ সম্পাদক মারদিয়া রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আমানুল হাসনাত সাকিব, অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক মো. রেজোয়ান কবির রিজভী, সহকারী অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক মো. বেলায়েত হোসেন।
ফটোগ্রাফিক সোসাইটির মডারেটর ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম বলেন, এ সংগঠনটি সাংস্কৃতিক ধারার বাহক হিসাবে কাজ করবে ক্যাম্পাসে। আগামীতে বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা নতুন কমিটিকে নিয়ে সুদৃঢ় নেতৃত্ব কাজ করে যাবো।