
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টে ক্যাডেট হিসেবে বিশেষ অবদানে (সাংবাদিকতা) সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা পেয়েছেন ক্যাম্পাসে কর্মরত চারটি গনমাধ্যমের সাংবাদিকেরা। তারা প্রত্যেকে ২-বিএনসিসি ব্যাটালিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ২০১৬ ব্যাচের ক্যাডেট।
সম্মাননাপ্রাপ্ত ক্যাডেটরা হলেন দৈনিক প্রথম আলো পত্রিকার আশিকুজ্জামান, দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক সোগাহ রাসিফ, দৈনিক ভোরের কাগজের সাইফুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার রবিউল আলম, দৈনিক জনকণ্ঠের মামুন শেখ।
(সোমবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ক্যাডেটদের পদোন্নতি, দায়িত্ব হস্তান্তর ও বিদায় অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক, কোষাধ্যক্ষ কামালউদ্দীন, প্রক্টর মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় বিএনসিসির অফিসার ইনচার্জ আতিয়ার রহমানসহ সাবেক-বর্তমান শতাধিক ক্যাডেটবৃন্দ।